Plant factory


আমাদের দেশে বেশিরভাগ সবজি উৎপাদন করা হয় বানিজ্জিকভাবে ট্রাক ভরতি করার জন্য, পুষ্টি ও স্বাদ জন্য নয়। আমাদের দেশের সবজি ও সালাদে থাকে প্রছুর পরিমানে ডাইরিয়া ও ডিসেন্ট্রি সংক্রামণকারী জীবাণু এতে প্রচুর পরিমানে থাকে রাসায়নিক কীটনাশক, বালাইনাশক, বিভিন্ন প্রকার রাসায়নিক সার , ফলে যে সবজি আমরা পাচ্ছি তাতে না থাকছে পুষ্টি, না থাকছে স্বাদ । উল্টো আমরা খাচ্ছি রাসায়নিক পদার্থ এবং বিষ।

Plant Factory একটি উন্নত মানের প্রযুক্তি যার মাধ্যমে মাটি ছাড়া স্বল্প পরিসরে চাষাবাদ করা যায় । আমরা কয়েক ধরণের Plant Factory বাজারজাত করছি । এগুলোর মাধ্যমে ফুল এবং বিভিন্ন ধরণের সবজি বাসা বাড়িতে উৎপাদন করা সম্ভব।

এতে গাছের প্রয়োজনীয় Nutrition  পানিতে সরাসরি ব্যবহার করা হয় তাই এতে মাটির ব্যবহারের প্রয়োজন হয়না।