Grow light


Grow lights সাধারণত ফসলের উৎপাদনে সহযোগিতা এবং উৎপাদন সময় কমিয়ে আনার জন্য তৈরি । এটি আলোকরশ্মির সাহায্যে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় শক্তি ও তাপমাত্রা উৎপন্ন করে ।

এটি দিনের দৈর্ঘ্যকে বাড়িয়ে দেয় যার ফলে ফসল নির্দিষ্ট সময় এর থেকে কম সময়ে উৎপাদন করা সম্ভব হয়। সাধারনত বিভিন্ন উদ্ভিদের বৃদ্ধির ধরণের উপর নির্ভর করে বিভিন্ন প্রকার লাইট হয়ে থাকে।  এটি এক ধরণের ক্যামিকাল প্রসেস যার মাধ্যমে আলোক শক্তিকে উদ্ভিত শক্তিতে রুপান্তিত করে সতেজ ও সবল উদ্ভিদ উৎপাদিত হয়। এটি সাধারনত গাছের খাদ্যে তৈরির জন্য একধরনের নীল ও লাল রশ্মি উৎপন্ন করে গাছের বৃদ্ধিতে সহায়তা করে। যেখানে লাল রশ্মি উদ্ভিদ অংকুরিত হওয়ায় সহায়তা করে এবং নীল রশ্মি হল ফসল উৎপাদনে সহায়তা করে । সহজ ভাষায় এটি দিনের দৈর্ঘ্যকে বাড়িয়ে দেয় ফলে উদ্ভিদ সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে অধিক সময় ব্যাপি তৈরি করতে পারে । এতে উদ্ভিদ বেশী স্বাস্থ্যবান হয়, ফলশ্রুতিতে সল্প সময় অধিক ফসল উৎপাদন সম্ভব হয় ।

তাছাড়া বাংলাদেশে বর্তমানে আবহাওয়া দিন দিন পরিবর্তন হচ্ছে যার ফলে নির্দিষ্ট সময় মত ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না । এজন্য আমরা বাজারে নিয়ে এসেছিGrow Lights যার ফলে ফসল উৎপাদন হয়ে উঠবে আরও সহজ ও আর্থিকভাবে লাভজনক ।