


Who We Are ?
Meet our team members and our work places
আমরা বাংলাদেশের কৃষি ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া নিয়ে গত দুই বছর ধরে কাজ করছি । এর ফলস্শ্রুতিতে মাছ চাষের সর্বাধুনিক প্রযুক্তি RAS ফসলের মাঠে কৃত্রিম আলো ব্যাবহার করে উৎপাদন বৃদ্ধি এবং গ্রিন হাউস বাংলাদেশে বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছি ।
আমরা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির প্রযুক্তি সম্পর্কিত খুঁটিনাটি বিষয় নিয়ে বিশদভাবে যাচাই বাছাই এর পর সর্বোত্তম প্রযুক্তি বাংলাদেশে নিয়ে এসেছি ।
এই প্রযুক্তি গুলো মানের দিক থেকে সর্বোত্তম, দামের দিক থেকে যুক্তিসংগত এবং পরিবেশগত ভাবে বাংলাদেশের আবহাওয়ার সাথে সহনীয় ।
RA Technology China’র বিখ্যাত eWater brand অর্থাৎ ZhongShan eWater Aquaculture Technology Limited এর বাংলাদেশের একমাত্র পরিবেশক। আমরা শুধুমাত্র System বাজারজাত করে দায়িত্ব শেষ করতে আগ্রহী নই। System গ্রহিতাকে সবধরনের প্রযুক্তি গত সহযোগিতা প্রদান করে সফলভাবে মাছ চাষ করার সহায়তা প্রদানই আমাদের লক্ষ্য।
কৃষিক্ষেত্রে উন্নত বিশ্বের সকল প্রযুক্তি আমরা বাংলাদেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে চাই। এতে কৃষকরা উন্নতবিশ্বের এ ধরণের পরিক্ষিত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে আর্থিক লাভবান হতে পারে। তাই আমরা Green House প্রযুক্তি এবং ফসলের মাঠে বিভিন্ন বাতি ব্যবহার করে উৎপাদন বাড়ানোর প্রযুক্তিও আমাদের দেশের বাজারজাত করছি।
ZhongShan douguang Lighting Technology Co. Ltd, china’র ফসলের মাঠে উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহারিত বাল্ব এর প্রস্তুতকারক কোম্পানি । আমরা এই প্রস্তুতকারক কোম্পানিরও বাংলাদেশে একমাত্র প্রতিনিধি । এই কোম্পানিটি ভিন্ন ভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ভিন্ন ভিন্ন আলোক রশ্মি সম্বলিত বাল্ব তৈরি করে ।
Our Team
Meet the team of R.A.Technologies
আমাদের অত্যন্ত দক্ষ এবং যোগ্য ও অভিজ্ঞ প্রকৌশলী এবং মৎস্য বিশেষজ্ঞ সমন্বয়ে একটি ইউনিট।

Mr. Kaoser Pervez Adnan
CEO

Habibur Rahman
Director

Mr. Kaoser Pervez Adnan
CEO

Habibur Rahman
Director